কুলটি : দ্রুত রাস্তা সারাইয়ের দাবি নিয়ে, বেহাল রাস্তায় জমা জলে মাছ ছেড়ে ও বৃক্ষ রোপন করে রাস্তায় বসে অভিনব বিক্ষোভ দেখালো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি ব্লক কংগ্রেস।
আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিস যাওয়ার বা কুলটি মিউনিসিপ্যালিটি রোড নামে পরিচিত রাস্তার একেবারে বর্তমানে বেহাল দশা। বুধবার বেহাল এই রাস্তা অবিলম্বে সারাইয়ের দাবিতে কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ দেখায়।
এদিন এই বেহাল রাস্তার উপর বৃক্ষরোপন করে ও রাস্তায় জমা জলে মাছ ছাড়েন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। তারা পাশে ওই রাস্তায় বসে বিক্ষোভ দেখান। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সবাই যাতায়াত করেন।

আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিস যাওয়ার রাস্তা হলো এটি। তাই এই রাস্তা অবিলম্বে সারাইয়ের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান কংগ্রেস
নেতৃত্ব ।
যদিও এই বিষয়ে আসানসোল পিরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্র কংগ্রেসের বিক্ষোভকে কটাক্ষ করে বলেন, ওরা জেনে গেছে ওই রাস্তা সারাইয়ের কাজের অনুমোদন হয়ে গেছে। রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।



Be First to Comment