Press "Enter" to skip to content

আরজি করের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি, আসানসোলে মন্ত্রী ও সাংসদের উপস্থিতিতে তৃণমূলের মিছিল ও সভা

আসানসোল : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের খুনের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শনিবার বিকেলে আসানসোল শহরে মিছিল ও সভা করল তৃনমুল কংগ্রেস।

আসানসোল উত্তর বিধানসভা তৃনমুল মহিলা কংগ্রেসের ডাকে আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন পার্টি অফিস থেকে শুরু হওয়া এই মিছিলের নেতৃত্ব ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক৷ এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর সিকে রেশমা, শম্পা দাঁ, দীপা চক্রবর্তী, ফানসবি আলিয়া, গোপা হালদার, রাজেশ তিওয়ারি সহ বিপুল সংখ্যায় তৃণমূল কর্মী ও সমর্থকরা।

পরে সেই মিছিল হটন রোড মোড় সংলগ্ন সিটি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে একটি সভার আয়োজন করা হয়েছিল । সেই সভায় মন্ত্রী মলয় ঘটক আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারের মতামত তুলে ধরেন। তার আগে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা উপস্থিত লোকজনকে শোনানো হয়।

এই সভায় আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার খুনের ঘটনার নিন্দা করেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে সেই সঙ্গে তিনি এই ঘটনাকে নিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপির কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, বিধানসভার পরে লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। সেই কারণে কোন একটা ঘটনা হলেই, বিজেপির নেতা ও কর্মীরা তাকে নিয়ে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। কিন্তু বিরোধী দলের এই চক্রান্ত কোনওদিন সফল হবে না।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *