সর্ব আদিবাসীদের মিছিল। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: ‘স্বতন্ত্র ধর্ম কোড’ চালু করার দাবিতে বৃহস্পতিবার সকালে আসানসোল শহরে হয়ে গেল ‘সর্ব আদিবাসীদের মিছিল’।
আসানসোলের জিটি রোডের বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় আদিবাসী সংগঠনের ডাকে এই মিছিলে মহিলাদের পাশাপাশি পুরুষেরাও অংশ নিয়েছিলেন। এই মিছিল জিটি রোডের ভগৎ সিং মোড় হয়ে সেনরেল রোড দিয়ে পশ্চিম বর্ধমানের ডিএম বা জেলাশাসক অফিসে গিয়ে শেষ হয়।
এই প্রসঙ্গে আদিবাসী সংগঠনের রাজ্য শাখার জয়েন্ট কনভেনার মতিলাল সোরেন বলেন, “আদিবাসীদের নিজস্ব ধর্ম আছে। ১৮৭১ সাল থেকে এই ধর্মের জন্য কোড ছিল। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পরে ১৯৫১ সাল থেকে তা তুলে নেওয়া হয়। আমরা এখন আদিবাসীদের জন্য ‘স্বতন্ত্র ধর্ম কোড’ চালুর দাবি করেছি।”
তিনি আরও বলেন, “আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
Be First to Comment