অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলের প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি পশ্চিম বর্ধমান জেলা শাসককে একটি চিঠি লিখেছেন, শিল্পাঞ্চলের অবৈধ বালি খননের বিষয়ে তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাসকের কাছে আবেদন করেছেন।
তিনি তাঁর চিঠির মাধ্যমে এই অবৈধ খনির ফলে ক্ষতির বিস্তারিত তথ্য জেলাশাসককে দিয়েছেন। জিতেন্দ্র তিওয়ারি তাঁর চিঠিতে লিখেছেন, দামোদর নদীকে শিল্পাঞ্চলের জীবনরেখা বলা হলেও যেভাবে এই নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালি উত্তোলন করা হচ্ছে, তার সরাসরি প্রভাব পড়ছে শিল্পাঞ্চলের বাস্তুতন্ত্রের উপর ।
পাশাপাশি শিল্পাঞ্চলের মানুষের পানীয় জলের ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি বালি উত্তোলনের কারণে এ এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর বিরূপ প্রভাব ফেলছে।
তিনি লিখেছেন, এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে, আসানসোল কর্পোরেশন এলাকার আওতাধীন ভুটাবুড়ি, দামরা, ডিসেরগড় কালাঝাড়িয়া পাম্প হাউসের চত্বরে অনৈতিকভাবে বালি খনন এবং জমা করা হয়, কিন্তু আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের নীরবতা খুবই দুঃখজনক।

জিতেন্দ্র তিওয়ারি, তাঁর এক্স হ্যান্ডেলে এই চিঠিটি শেয়ার করার সময়, বালির এই লাগামহীন খননের খারাপ প্রভাব সম্পর্কে অবহিত করেছেন এবং অবিলম্বে এটিকে দমন করার আবেদন জানিয়েছেন।
পাশাপাশি, তিনি এই বিষয়ে আসানসোল কর্পোরেশনের অবস্থানকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।



Be First to Comment