রানিগঞ্জ : সাতদিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের পচাগলা দেহ উদ্ধার এলাকার একটি পরিত্যক্ত কুয়ো থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সোমবার সকালের এই ঘটনায় আসানসোল পুরনিগমের রানিগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান ডাক্তার কলোনীর কাটরাবুড়ি ফুটবল ময়দান সংলগ্ন গৌরাঙ্গ ডাঙ্গা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাটরাবুড়ি এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম ধীরেন বোল (৩৭)।
জানা গেছে, রানিগঞ্জের কাটরাবুড়ি এলাকার বাসিন্দা বছর ৩৭ এর ধীরেন বোল বেশ কিছুদিন ধরে পরিবারের অন্য সব সদস্যদের সঙ্গে একটি ভাড়া বাড়িতে বাস করছিলেন। সাতদিন আগে সে আচমকা নিখোঁজ হয়ে যান। বাড়ির লোকেরা তার কোনও খোঁজ না পেয়ে বিষয়টি নিয়ে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়িতে একটি মিসিং ডায়েরি করেন। সোমবার সকালে রানিগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের রামবাগান ডাক্তার কলোনির কাটরাবুড়ি ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় বেশ কিছু স্থানীয় যুবক ক্রিকেট খেলছিল। সেই সময় ময়দানের পাশেই বাউন্ডারি ঘেরা জায়গা থেকে প্রচন্ড দুর্গন্ধ বার হতে দেখেন।
কোন কিছু মরে পচে আছে, এই ভেবে প্রথমে তারা তেমনভাবে পাত্তা দেয়নি।কিন্তু পরে তাদের ক্রিকেট খেলার বল ওই জায়গায় চলে যায়। তখন সেখান থেকে বল আনতে গিয়ে যুবকরা লক্ষ্য করে কুয়োর মধ্যে ভাসছে একটি দেহ। বিষয়টি তারা সঙ্গে সঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জ্যোতি সিংকে জানান।

কাউন্সিলর সঙ্গে সঙ্গে পাঞ্জাবি মোড় ফাঁড়িতে খবর দেন। সেই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মীরা দেহটি কুয়োর মধ্যে ভাসতে দেখে, তা উদ্ধারের জন্য দমকল বিভাগের খবর দেন। এরপরই দমকলকর্মীরা কুয়োয় জল ভরাট করেন এবং দেহটিকে কুয়ো থেকে বাইরে নিয়ে আসেন। খবর পেয়ে ধীরেন বোলের পরিবারের সদস্যরা আসেন এবং দেহটি সনাক্ত করেন।
নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। পুলিশ একইসঙ্গে দেহটিকে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
এলাকার বাসিন্দারা বলেন, ওই যুবক রাস্তাঘাটে নিজের খেয়ালে ঘুরে বেড়াতো। কাগজ ছিঁড়ে ছড়িয়ে দিত রাস্তায়। অসাবধান অবস্থায় কুয়োতে পড়ে গিয়েছে এমনটাই তাদের প্রাথমিক অনুমান। এদিকে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই যুবক নিখোঁজ হয়ে যাওয়ার পরে কোনও ভাবে এই ঘেরা জায়গায় চলে এসেছিল। পরে সে কুয়োয় পড়ে যায় এবং জলে ডুবে মৃত্যু হয়। এই জায়গায় কেউ না আসায়, তাকে দেখতে পাইনি। এদিন ক্রিকেট খেলার বল চলে আসায় কয়েকজন যুবক সেই দেহ দেখতে পান।




Be First to Comment