দুর্গাপুর : অজ্ঞাতপরিচয়ের পরিচয় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে।
দুর্গাপুরের ইস্পাতনগরীর মার্কনি এলাকা থেকে একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার। মাঝবয়সী ওই মহিলার নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলে দুর্গাপুর থানার বি-জোন ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।ঘটনাস্থল থেকে পুলিশ একটি ভেনিটি ব্যাগ উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ওই এলাকায় কয়েকজন যুবক ছাগল চড়াতে গিয়ে দেখেন মহিলার পচাগলা মৃতদেহটি। এরপর তারা পুলিসে খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



Be First to Comment