প্রবোধ দাস, পুরুলিয়া: লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়া জেলা হুড়া ব্লকে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার প্রস্তুতি সভায় উপস্থিত হলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।
হুড়া ব্লকের লালপুরে শুক্রবার অনুষ্ঠিত হওয়া যে প্রস্তুতি সভায় দেবাংশু ভট্টাচার্য বক্তৃতা করার সময় প্রথম থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় বিঁধেন। তিনি বলেন, “এই সরকার গরিব মানুষদের সরকার নয়, এই সরকার আদানি-আম্বানিদের সরকার। এই সরকার দেশকে বিক্রি করার চক্রান্ত শুরু করেছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে গরিব মানুষদের পেটে মারতে চাইছে এই সরকার। “
পাশাপাশি এদিনের এই প্রস্তুতি সভায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করার প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য বলেন, “আজ তিনি প্রমাণ করে দিলেন যে তিনি বিজেপির দালাল ছিলেন। তিনি প্রথম থেকেই আদালতের চেয়ারে বসে বিজেপির পক্ষেই কাজ করছিলেন। আমরা মনে করি টাকার বিনিময়ে রায় দেওয়া বা জাজমেন্ট দেওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে টিকিটের লোভে জাজমেন্ট দেওয়া বা রায় দেওয়াও একিভাবে অপরাধ।”
এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও শ্রীকান্ত মাহাতো। এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি গুরুপদ টুডু ও বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ চক্রবর্তী সহ হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতো-সহ অন্যরা।
Be First to Comment