যুবকের মৃতদেহ উদ্ধার। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: বার্নপুরে রাস্তার পাশে জঙ্গল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য । শনিবার সকালের এই ঘটনায় আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের নিউটাউনের কাছে ইস্কো বাইপাস রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হিরাপুর থানার বার্ণপুরের আমবাগান মাতৃ মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম ভুবন আচার্য (৩২)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এ দিন সকালে হিরাপুর থানার বার্ণপুরের নিউটাউনের কাছে ইস্কো বাইপাস রোডে রাস্তার পাশে জঙ্গলে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা।
স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় হিরাপুর থানার। সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।
যে এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়, সেখানকার বাসিন্দারা যুবককে সনাক্ত করতে পারেননি। স্বাভাবিক ভাবেই পুলিশ অঙ্গাত পরিচয় হিসাবে মৃতদেহর ময়নাতদন্ত করে।
এরপর খবর পেয়ে বিকেলের দিকে ওই মৃত যুবকের পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে আসেন ও মৃতদেহটি Mনাক্ত করেন। মৃত যুবকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যে এলাকায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওই এলাকায় যুবকের বাড়ি তার মধ্যেকার দূরত্ব বেশ কয়েক কিলোমিটারের। এতদূরে কিভাবে ওই যুবক ওই এলাকায় এলো তা পুলিশ জানতে পারেননি।
পুলিশের প্রাথমিক তদন্তের পরে অনুমান, শুক্রবার রাতে কোনও সময় এই যুবক নিউটাউন এলাকায় আসে। পরে তার মৃত্যু হয়। ঠিক কr কারণে যুবকের মৃত্যু হয়েছে, তা পুলিশ এখনও জানাতে পারেনি। যুবকের ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া গেলে ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা বলা যাবে না।
আপাতত এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের তরফেও থানায়
কোন অভিযোগ দায়ের করা হয়নি।
Be First to Comment