Press "Enter" to skip to content

চিত্তরঞ্জনে দিনদুপুরে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: চিত্তরঞ্জনের সিমজুড়ি এলাকার ৮৫ নম্বর রাস্তার একটি কোয়ার্টারে চুরি হয়ে গেল দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে। চোরের দল তালা ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে।

চুরি হওয়া কোয়ার্টারের বাসিন্দা বিচিত্রা সিংহ রেলওয়ে পুলিশ ফোর্সের (RPF) কর্মী। কয়েক দিনের জন্য গ্রামের বাড়ি যাওয়ায় কোয়ার্টার ফাঁকা ছিল। একজনকে দেখভালের দায়িত্ব দেওয়া হলেও দুপুরে তিনি বাইরে গেলে সেই ফাঁকে চুরি হয়। আলমারিতে রাখা প্রায় ১৫ হাজার টাকা খোয়া গিয়েছে বলে জানা গেছে।

চিত্তরঞ্জনের ব্যস্ততম এলাকায় কীভাবে এমন দুঃসাহসিক চুরি ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মতে, একের পর এক দোকান ও কোয়ার্টার ভেঙে ফেলার কারণে অঞ্চলটি ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে, যা অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বাসিন্দারা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *