সাইকেল আরোহীকে বালি বোঝাই ডাম্পার পিছন থেকে ধাক্কা মারে। প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা, জামুরিয়া: বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীরর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ি চিচুঁড়বিল এলাকায়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রেক্ষিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে, এ দিন একটি বালির ডাম্পার বালি ভর্তি করে জামুড়িয়া থানার চুরুলিয়ার চিচুঁড়বিল এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় একটি সাইকেল আরোহীকে বালি বোঝাই ডাম্পার পিছন থেকে ধাক্কা মারে। এই ঘটনায় ওই ব্যক্তি রাস্তার ধারে ছিটকে পড়েন।

এমন ঘটনার খবর পাওয়ার পরই ওই ঘাতক ডাম্পারটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বাসিন্দারা। পরে এই ঘটনার খবর চুরুলিয়া পুলিশ ক্যাম্পে দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে ডাম্পারটিকে আটক করে।
জানা গিয়েছে, এই ঘটনায় আহত স্থানীয় বাসিন্দা সঞ্জয় পাত্রর পায়ে চোট লাগে | তাঁকে বারাবনির কেলেজোড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তা দিয়ে বেআইনি ভাবে বালি নিয়ে যাওয়া হচ্ছে। যার জেরে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদেরকে। বালি বোঝাই প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করায়, বালি ছড়িয়ে পড়ে রাস্তার চারপাশে। সেই ছড়িয়ে থাকা বালি রাস্তাতে সাধারণ মানুষের চলাচল অযোগ্য হয়ে পড়ছে । যার জেরে চলাফেরা করা পথ চলতি মানুষের দুষ্কর হচ্ছে, এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের ।
এমন ঘটনার পরে, সঠিক ভাবে বালির গাড়ি যাতায়াতের জন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় এলাকার বাসিন্দারা। পুলিশ বিপাকে পড়ে যায় | এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে গ্রামবাসীদেরকে সমাধান করা হবে বলে পুলিশ গ্রামবাসীদের আশ্বাস দেয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত ওই ব্যক্তিকে বালি উত্তোলনকারী ঘাট মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়ার দাবি করা হলে তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকল বালিঘাটের মালিকদের সঠিক ভাবে বালির গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।




Be First to Comment