বিভিন্ন সংস্থাকে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচাতে এই শিবির। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর: ডিএসএমএস গ্রুপ অব ইনস্টিটিউশনস ও ইন্ডিয়ান স্কুল অব এথিক্যাল হ্যাকিং (আইএসওইএইচ)-এর যৌথ উদ্যোগ এবং ন্যাসকম-এর সহযোগিতায় দুর্গাপুরে এই প্রথম বার অনুষ্ঠিত হল সাইবার সিকিউরিটি বুট ক্যাম্প। বিভিন্ন সংস্থাকে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুরের পিয়ারলেস ইন হোটেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মহকুমাশাসক ড. সৌরভ চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন ন্যাসকম-এর আঞ্চলিক অধিকর্তা নিরুপম চৌধুরী, আইএসওইএইচ-এর প্রতিষ্ঠাতা সন্দীপ সেনগুপ্ত. এডিপিসি-র তরফ থেকে সাইবার ওসি, ইন্সপেক্টর বিশ্বজিৎ মুখোপাধ্যায়, এডিডিএ-র ভাইস-চেয়ারম্যান কবি দত্ত, রানিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সন্দীপ ভালোটিয়া এনআইটি দুর্গাপুরের তরফ থেকে সহযোগী অধ্যাপক ড. শুভ্রজিৎ দাস, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আঞ্চলিক অধিকর্তা সুমন্ত কুমার এবং আরও বিভিন্ন সংস্থার বিশিষ্টরা।
আগামী দিনে শহরের বিভিন্ন সংস্থাকে ও সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তার বিষয়ে সচেতন করতেই এই উদ্যোগ। ডিএমএস-এর চেয়ারম্যান বলেন, আগামী দিনে তাঁরা বিভিন্ন সংস্থাকে সাইবার হাইজিন রাখতে এই পরিষেবা দেবেন। এ দিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের মোট ১০০ জন উপস্থিত ছিলেন।
Be First to Comment