Press "Enter" to skip to content

বার্নপুর সেল আইএসপি-র সিএসআর, ৩ ফুটবল ও ২ কবাডি প্রশিক্ষণ সংস্থাকে ক্রীড়া সরঞ্জাম বিতরণ

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, বার্নপুর: বুধবার বার্ণপুর সেল আইএসপি বা ইস্কো কারখানা সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসেবলিটির সহযোগিতায় বার্নপুর ইউনাইটেড ক্লাবের তরফ থেকে বার্নপুরের তিনটি ফুটবল প্রশিক্ষণ সংস্থা কুইলাপুর, হাড়ামডিহি ও বার্নপুর স্টেডিয়াম এবং দু’টি কবাডি প্রশিক্ষণ সংস্থা সাঁতা ৮ নম্বর বস্তি ও শ্যামবাঁধকে খেলার কিট এবং সামগ্রী বিতরণ করা হয়।

বার্নপুর ইস্কো কারখানার ডিআইসি ব্রিজেন্দ্র প্রতাপ সিং, কার্যনির্বাহী পরিচালক (প্রজেক্ট) সুরজিৎ মিশ্র, কার্যনির্বাহী পরিচালক (ওয়ার্কস ) মনীশ রাজ গুপ্ত, কার্যনির্বাহী পরিচালক (এম এম) তথা বার্নপুর ইউনাইটেড ক্লাবের সভাপতি অভীক দে, কার্যনির্বাহী মুখ্য মহাপ্রবন্ধক (এফএন্ডএ) মোহিত মালপানি, কার্যনির্বাহী মুখ্য মহাপ্রবন্ধক (পি এ্যাণ্ড এ) ইউ পি সিং, বার্নপুর হাসপাতালের কার্যনির্বাহী মুখ্য চিকিৎসা আধিকারিক ডাঃ সুশান্ত সিংহ, মুখ্য মহাপ্রবন্ধক (বিই) এম ই সামসী, মুখ্য মহাপ্রবন্ধক (সিন্টার প্ল্যান্ট) অনূপ কুমার ঘোষ, মুখ্য মহাপ্রবন্ধক (যান্ত্রিক) বিনীত রাউল, মুখ্য মহাপ্রবন্ধক (বৈদ্যুতিক) দীপক জৈন, মুখ্য মহাপ্রবন্ধক (এস এম এস) জীতেন্দ্র কুমার, মুখ্য মহাপ্রবন্ধক (টিএস ও সিএসআর) বিনোদ কুমার, মুখ্য মহাপ্রবন্ধক (পি এ্যান্ড এ) সুস্মিতা রায়, বরিষ্ঠ প্রবন্ধক (সিএসআর) দীনেশ কুমার, আসানসোল পুরনিগমের কাউন্সিলর অশোক রুদ্র এবং অন্যান্য উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুখ্য অতিথি বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপি ডিআইসি ব্রিজেন্দ্র প্রতাপ সিংকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে অভর্থনা জানান বার্নপুর ইস্কো ইস্পাত কারখানার কার্যনির্বাহী পরিচালক (এম এম) তথা বার্নপুর ইউনাইটেড ক্লাবের সভাপতি অভীক দে।

একই সঙ্গে ব্রিজেন্দ্র প্রতাপ সিংকে বার্নপুর ইউনাইটেড ক্লাবের তরফ থেকে জার্সি দিয়ে ক্লাব সদস্য রূপে সংযুক্ত করা হয় । এরপর অনুষ্ঠানে উপস্থিত সকলে ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক দিলীপ বন্দোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে সমবেদনা ও তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় ।

এইদিন কিট ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আগে সেল আইএসপির সিএসআরের সাহায্যপ্রাপ্ত তিনটি ফুটবল প্রশিক্ষণ সংস্থার মেয়েদের ( বার্নপুর স্টেডিয়াম, হাড়ামডিহি ও কুইলাপুর ) মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে বার্নপুর স্টেডিয়াম দল ২-০ গোলে হাড়ামডিহি-কুইলাপুরকে সংযুক্ত দলকে পরাজিত করে। এরপর বার্নপুর স্টেডিয়ামে নব নির্মিত জিম বিইউসি ফিটনেস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বার্নপুর ইস্কো কারখানার ডিআইসি ব্রিজেন্দ্র প্রতাপ সিং।

একইভাবে ফুটবল প্রশিক্ষণ সংস্থার ছেলেদের মধ্যে আরও একটি প্রদর্শনী ফুটবল খেলা হয়। যা গোলশূন‍্য ভাবে শেষ হয়। সাঁতা ৮নং বস্তি ও শ্যামবাঁধের কবাডি প্রশিক্ষণ সংস্থা সহ তিনটি ফুটবল প্রশিক্ষণ সংস্থার খেলোয়াড়দের কিট ও সামগ্রী দেওয়া হয়। এই কিট ও সামগ্রীর মধ্যে ছিল জার্সি, প্যান্ট, জুতো, হোস, বাইক, নি-গার্ড ইত্যাদি ।

বার্নপুর ইউনাইটেড ক্লাব থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবর্ষি রায়, বিকাশ দাস, সুব্রত পাল, রণজিৎ কুমার হালদার, দিলীপ সিং, সুব্রত রায় চৌধুরী, সুদীপ বন্দোপাধ্যায় , মীর মুশাররফ আলি, অতনু বর্মন, সুশোভন রায়, সৈয়দ মাহফুজুল হাসান প্রমুখ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *