বুদবুদ: ইংরাজি বছরের শেষ দিন এবং নতুন বছর উপলক্ষ্যে প্রতি বছরের মত এবছরও বুদবুদের দামোদর নদের উপর অবস্থিত রণডিহা ড্যামে পিকনিক করতে ভিড় বহু মানুষ।
প্রতি বছর এই সময় ড্যামের গেট বন্ধ রাখা হয়। গোটা এলাকা জুড়ে থাকে বুদবুদ থানার পুলিশের কড়া নজরদারি। কেউ আসে পরিবার নিয়ে আবার কেউ কেউ বন্ধুরের সাথে আসে পিকনিক করতে। অনেকেই এখানে এসে দামোদর নদের জলে নৌকায় করে ঘুরে বেড়ান। কেউ কেউ নৌকায় দাঁড়িয়ে সেলফি এবং ছবি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন।
পুলিশের বক্তব্য, এই নৌকায় করে ঘুরে বেড়াতে গেলে যে লাইফ জ্যাকেটের প্রয়োজন পড়ে তা পড়েন না কেউ।তারফলে অনেকে বিপদে পড়েন । স্থানীয় মাঝিরা অবশ্য জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েও তারা কোনো জ্যাকেট পান নি। তাই শুধু তারাই তাদের জ্যাকেট পড়েন। হটাৎ করে মাঝ নদে কোনো বিপদ হলে কারোর কিছু করার থাকে না।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছর কোনো না কোনো দুর্ঘটনা ঘটে দামদরে, তাই বিশেষ দিন গুলিতে কড়া নজরদারি রাখা হয়।
অন্যদিকে নতুন বছরে বহু মানুষের সমাগম হবে বলে ওই জায়গায় একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে গত কয়েকদিন আগে রোপওয়ে লাগানো হয়।কোনো রকম অনুমতি ছাড়াই এই রোপওয়ে লাগানো হয়েছে বলে দাবি করা হয়।জন প্রতি ১০০ টাকা করে নিয়ে এই রোপওয়ে থেকে টাকা রোজগার করা হচ্ছে, এবং গোটাটাই বিপদজনক ভাবেই চলে বলে এমনটাই দাবি।

খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের কর্মীরা পৌঁছে গলসির বিডিও কে বিষয়টি জানান। বিডিও অফিসের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে রোপওয়ে বন্ধ করার নির্দেশ দিয়ে যান।




Be First to Comment