Press "Enter" to skip to content

মৌসুনি দ্বীপের লোকালয়ে কুমির আতঙ্ক, চাঞ্চল্য ছড়াল এলাকায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : এবার মৌসুনি দ্বীপের লোকালয়ে কুমিরআতঙ্ক চাঞ্চল্য ছড়াল।সোমবার রাতে প্রায় কয়েকঘণ্টা লুকোচুরির পর বনদপ্তরের পাতা ফাঁদে ধারা পড়ে কুমিরটি।আর এই ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।বনদপ্তর সূত্রে জানা যায়, দিনকয়েক আগেই লোকালয়ে একটি পুকুরে কুমিরটিকে ঘোরাফেরা করতে দেখেন বাসিন্দারা।খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। বিষয়টি জানানো হয় বনদপ্তরকে। বনকর্মীরা উপস্থিত হওয়ার পরে চিৎকার শুনে সেখান থেকে পালায় কুমিরটি। কাছে থাকা এ পুকুর-সে পুকুরজুড়ে তল্লাশি শুরু করে বনদপ্তরের কর্মীরা। বিস্তর খোঁজাখুজির পর তাঁর খোঁজ মেলে অন্য এক পুকুরে।

সোমবার রাতে দেখা যায় কুমিরটি স্থান পরিবর্তন করে মানিক দাস নামে অন্য এক ব্যক্তির পুকুরে চলে গেছে।সোমবার রাতে স্থানীয়দের নজরে পড়ে কুমিরটি। বনকর্মীদের খবর দেওয়ার পর ওই পুকুরজুড়ে তল্লাশি শুরু হয়। ফেলা হয় টানা জাল।

শেষ পর্যন্ত সোমবার রাতেই কুমিরটিকে জালে বন্দি করা হয়। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় বকখালি বনদপ্তরের রেঞ্জ অফিসে।মঙ্গলবার চিকিৎসার পর কুমিরটিকে সম্পূর্ণ সুস্থ করে নদীতে ছেড়ে দেওয়া হচছে বলে বন দফতর সূএে জানা গেল।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *