নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ: রানিগঞ্জের বাসিন্দা শিল্পপতি শিবকুমার সরদার নাতিকে অপহরণের চেষ্টার ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের । এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতরা হল বিহারের ঔরঙ্গাবাদের চন্দন সিং ও পুরুলিয়ার সাঁওতালডিহির অজয় মাহাতো।
সেখানকার আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার পরে বুধবার তাদেরকে জামুড়িয়া থানার পুলিশ আসানসোল জেলা আদালতে পেশ করে। বিচারের তাদের জামিন নাকচ করে ৯ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
জানা গেছে, পুলিশ তদন্তে নেমে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ঘটনায় ব্যবহৃত হওয়া একটি বিহার নম্বরের স্করপিও গাড়ি ও আরো অন্য একটি গাড়িকে চিহ্নিত করে । সেই সূত্র ধরেই এই অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকা দুজন দুষ্কৃতীকে বিহারের ঔরঙ্গাবাদ জেলা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় পাকড়াও করার পাশাপাশি দুটি গাড়িও আটক করে ।
পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের একটি দল তদন্তে নেমে সূত্র ধরে বিহারে অভিযান চালায়। ওইদিন ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা ও শিল্পপতির গাড়ির চালক নরেশ রায়ের তৎপরতায় এই অপহরণ কান্ড বানচাল হয়ে যায়।
উল্লেখ্য, রানিগঞ্জের শিল্পপতি শিবকুমার সারদার নাতি সাড়ে সাত বছরের আসানসোলের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া রেহান সরদার অন্যান্য দিনের মতো সোমবার সকাল সাতটা দশ নাগাদ নিজেদের গাড়িতে করে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। সেই সময় আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়া থানার বোগড়াচটি মোড় সংলগ্ন এলাকায় ওই গাড়িটি দাঁড় করায় দুষ্কৃতিরা । অভিযোগ, ওই দুষ্কৃতীরা ছোট্ট রেহানকে গাড়ি সহ অপহরণের চেষ্টা করে। কিন্তু তারা শেষ পর্যন্ত তা করে উঠতে পারেনি। গাড়ি চালক ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুষ্কৃতীরা রণে ভঙ্গ দিয়ে এলাকা থেকে চম্পট দেয় ।
খবর পেয়ে এলাকায় ছুটে আসেন জামুড়িয়া থানার পাশাপাশি আসানসোল দূর্গাপুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। গাড়ির নম্বর সহ বেশ কিছু সূত্র পুলিশের হাতে আসে। তারপর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকা দুই অপরাধীদের ধরতে সক্ষম হল পুলিশ। যা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি বড়সড় সফলতা বলেই মনে করা হচ্ছে। তদন্তকারী অফিসারদের দাবি, ধৃত দুজনকে জেরা করে এই ঘটনার আসল রহস্য দ্রুত বার করা হবে।
আরও পড়ুন: রানিগঞ্জের এক শিল্পপতির নাতিকে অপহরণের চেষ্টা, আতঙ্ক এলাকায়
Be First to Comment