Press "Enter" to skip to content

কাঁকসায় বিডিও অফিস ও ভূমি রাজস্ব দফতরের সামনে গণঅবস্থান সিপিএমের, তৃণমূলকে তুলোধনা মীনাক্ষীর

ছিলেন বাম যুব সংগঠনের রাজ্য নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। নিজস্ব ছবি

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর: আবাসের বাড়ি মিলছে না, মিলছে না একশো দিনের বকেয়া মজুরি, কাজও মিলছে না | উল্টে রাজ্য জুড়ে তো বটেই দুর্গাপুরের কাঁকসার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে সরকারি প্রকল্পগুলিকে নিয়ে লাগামছাড়া দুর্নীতি। এমনই সব অভিযোগে আজ, বুধবার কাঁকসার ভূমি রাজস্ব দফতর খাদ্য দফতর ও বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল বামেরা ।

এই বিক্ষোভ আন্দোলনে ছিলেন বাম যুব সংগঠনের রাজ্য নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্র ও রাজ্য সরকার মানুষের স্বার্থে কোনো কাজ করেনি আর আজ কি না নারীশক্তির কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী | আসলে নারী শক্তি নয়, নারীদের সম্ভম নষ্ট করেছে তৃণমূল, সন্দেশখালি যার নির্দেশন।”

পাশাপাশি, রাজ্যে ও দেশের বিভিন্ন ইস্যুতে তিনি তুলোধোনা করেন তৃণমূল এবং বিজেপি সরকারকে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *