বারাবনি : বেসরকারি কয়লাখনিতে কাজ করা ৪৩ জন ঠিকা কর্মীর বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল সিপিএম। শনিবার আসানসোলের বারাবনি থানার পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের নতুনডি গ্রামের কাছে আইসিএমএল লিংক রোড অবরোধ করা হয়।
সিপিএমের পক্ষ থেকে কয়লা বোঝাই ডাম্পার দাঁড় করিয়ে এই বিক্ষোভ দেখানো হয়।তাদের দাবি, যখন সরিষাথলি কয়লাখনি চালু হয়েছিল সেই সময় পাহারা দেওয়ার জন্য এইসব কর্মীদের রাখা হয়েছিল।
এদিন সেই ৪৩ জন এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এই বিক্ষোভ দেখানো হয়। এর নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা মনোজ দত্ত, তপন দাস ও বৈশী মাড্ডি।

এই রাস্তা অবরোধ ও বিক্ষোভের কারণে প্রায় দেড় ঘন্টা মতো ডাম্পার চলাচল বন্ধ ছিল। শেষ পর্যন্ত বারাবনি থানার পুলিশ ও বারাবনি ব্লকের বিডিওর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।




Be First to Comment