Press "Enter" to skip to content

মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল দল। অভিযোগ পাওয়ার পরই তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রবিবার সন্ধ্যায় জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তন্ময়বাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব সহকারে দেখছে সিপিএম, এবং মহিলাদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি মাথায় রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দল।

সাংবাদিকদের সামনে সেলিম বলেন, “আমি শুনেছি এক তরুণী সাংবাদিক অভিযোগ করেছেন। তন্ময় বরাবরই বাড়ি থেকে সাক্ষাৎকার দেয়, যদিও জানি না কেন এটা করে। তবে যা অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হবে। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না।”

সেলিম আরও জানান, তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কতদিনের জন্য তা এখনো নির্ধারিত হয়নি। দলের ইন্টারনাল কমপ্লেন কমিটির তদন্ত শেষ হওয়ার পর স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর মতে, এই প্রক্রিয়ার জন্য কিছুটা সময় লাগবে, তবে অভ্যন্তরীণ তদন্ত শেষ হলে কমিটির প্রস্তাব অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঘটনার পর উষ্মা প্রকাশ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দল পদক্ষেপ করছে।” সুজন চক্রবর্তী এও জানান যে, সিপিএম মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আপসহীন এবং এই ধরণের ঘটনাগুলি দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *