Press "Enter" to skip to content

বাংলার ৪২ আসনে ভালো ফল হবে বামেদের, আসানসোলের সভায় আশাবাদী সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে প্রত্যাখান করবেন। সেই কথা ভালোভাবেই বুঝতে পারছেন ওই দুই দলের নেতারা। আর সেই সেই কারণেই এ বারের লোকসভা নির্বাচনে বাংলার ৪২ আসনে বামেদের ভালো ফল হবে বলে আশাবাদী সিপিএমের রাজ্য নেতা তন্ময় ভট্টাচার্য।

সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহানারা খানের প্রচারে আসেন সিপিএম নেতা এবারের বরানগরের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এদিন সকালে তিনি আসানসোল শহরের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় তিনি একটি সভা করেন। সেই সভায় বাম কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খান ছাড়াও ছিলেন পার্থ মুখোপাধ্যায়, কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈইতুন্ডি, শাহ আলম-সহ অন্যান্যরা। আসন্ন লোকসভা নির্বাচনে জোটের প্রার্থী জানহারা খানের সমর্থনে ভোট দেওয়ার জন্য বক্তারা জনগণের কাছে আবেদন জানিয়েছেন।

এই সভার পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তন্ময় ভট্টাচার্য বলেন, “আমরা মানুষের কাছে যাচ্ছি। জনসংযোগের উপরে জোর দিয়েছি। আমাদের আশা ১৯৭৭ সালের ফল এবারের লোকসভা নির্বাচনে বামেরা করবে।”

কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে এই সিপিএম নেতার দাবি, “এই দল ধর্ম নিরপেক্ষ। তাই আমরা গডসে নয়, গান্ধীকে বেছে নিয়েছি।” এক সময়কার বাম দূর্গ আসানসোলে এখন বামেদের হাল বেহাল। এই প্রসঙ্গে তিনি বলেন, “একটা সভা করে তো বলতে পারি না, এখানে দলের প্রার্থী জিতবে। কিন্তু বলতে পারি, লড়াই হবে।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *