অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: কুলটির নিয়ামতপুর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় একটি জুতোর দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দমকল বিভাগকে।
কিন্তু স্বাভাবিক ভাবেই আসানসোল থেকে দমকলের ইঞ্জিন আসতে এক ঘন্টার বেশি সময় লেগে যায়। তাতে ওই দোকানের গুদাম আগুনে অনেক ক্ষতিগ্রস্থ হয়। বাজারের ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েন।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, কুলটি এলাকায় একটি দমকল বা ফায়ার বিগ্রেড স্টেশন করার দাবি নিয়ে সিপিএমের কুলটি ১নং এরিয়া কমিটির তরফে বুধবার বিকালে নিয়ামতপুর বাজার এলাকায় একটি গণস্বাক্ষর অভিযান কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্পাদক সিপিএমের কুলটি ১নং এরিয়া কমিটির সম্পাদক দেবানন্দ প্রসাদ, সাগর মুখোপাধ্যায়, অশোক শাউ, জাভেদ আনসারী, মোহমদ জাহাঙ্গীর সহ অনেকে।

দেবানন্দ প্রসাদ বলেন, এই দাবি শুধু আমাদের দলের নয়। কুলটির তৃণমূল নেত্রী তবস্সুম আরা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র থাকাকালীন এই দাবি তুলে একটি সরকারি জমির অনুমোদন করেছিলেন। কিন্ত বর্তমানে সেই জমি লুট করেছে জমি মাফিয়ারা। তাই অবিলম্বে কুলটি এলাকায় একটি দমকল স্টেশনের দাবি তুলে এদিন গণস্বাক্ষর অভিযান করা হল।




Be First to Comment