অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, বারাবনি : কংগ্রেস ও বামফ্রন্ট সমর্থিত আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী জাহানারা খান মঙ্গলবার বারাবনি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন।
বারাবনির গিরমিন্ট মোড় থেকে টোটোয় চড়ে দলের নেতা ও কর্মীদের নিয়ে প্রচার শুরু করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “এবারের নির্বাচনী প্রচারে আমি যে সাড়া পাচ্ছি, তাতে আমি যথেষ্ট আশাবাদী। বিজেপির কাছে কোনও ইস্যু নেই। মানুষ বিজেপিকে ভোট দেবে না। কারণ এই দলটা শুধু ধর্ম ও জাত নিয়ে রাজনীতি করে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরী করতে চাইছে। এই দলের কেন্দ্র সরকার অন্যদিকে দেশের সম্পত্তি বিক্রি করতে চাইছে।”
তিনি আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোলে এমন অনেক ইস্যু রয়েছে যা সরাসরি এই এলাকার মানুষকে প্রভাবিত করে। কিন্তু সেই বিষয়গুলো সামনে আনা হচ্ছে না। যখন এখানে বামপন্থীদের শাসন ছিল, তখন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা এখানকার খনি এলাকার পুনর্বাসনের জন্য টাকা পেয়েছিল। কিন্তু বর্তমানে সেই কাজ থমকে আছে।

তিনি বলেন, ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে পানীয়জল উত্তোলন করা হচ্ছে। যে কারণে মানুষ পানীয়জলের সমস্যায় ভুগছেন। অথচ প্রশাসন সেদিকে কোনো নজর দিচ্ছে না।
সম্প্রতি আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া সাংবাদিকদের বলেছেন, বাম জমানায় আসানসোল ও আশেপাশের এলাকায় কারখানা বন্ধ হয়েছে।
এই বক্তব্যকে খণ্ডন করে জাহানারা খান বলেন, কার আমলে হিন্দুস্তান কেবলস্ কারখানা বন্ধ হয়েছে? কে আসানসোলে এসে বলেছিলেন “মুঝে বাবুল চাহিয়ে “। তারপর কী হয়েছে, সবাই জানে। যা পরিস্থিতি তা যাচাই করলে আসন্ন লোকসভা নির্বাচনে শুধু বামপন্থীরাই সমর্থন পাবেন। কারণ মানুষ বুঝতে পেরেছেন যে, এই লোকসভা কেন্দ্রের উন্নয়নের দায়িত্ব একমাত্র বামপন্থীরাই নিতে পারে।




Be First to Comment