Press "Enter" to skip to content

জলপাইগুড়ি আসনে ‘যুব’তেই আস্থা বাম শিবিরের, নাম ঘোষণা হতেই প্রচারে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ

অভিষেক সেনগুপ্ত: জলপাইগুড়ি লোকসভা আসনে ‘যুব’তেই আস্থা বাম শিবিরের। লোকসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী হলেন ডিওয়াইএফআইয়ের নেতা তথা শিক্ষক দেবরাজ বর্মণ।

সিপিএম প্রার্থীর নাম ঘোষণা হতেই যুব সংগঠনের নেতা কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু দেওয়াল লিখন। এ দিকে শহরবাসীর সঙ্গে প্রার্থীর পরিচয় ঘটাতে মিছিলেরও আয়োজন করা হল।

শহরের ডিবিসি রোডস্থিত সিপিএমের জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলের প্রথম সারিতে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক ও সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য্য, এবিপিটিএ-র জেলা সম্পাদক বিপ্লব ঝা-সহ অন্য বাম নেতারা। এই মিছিলে বাম যুব কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

জলপাইগুড়ির মহামায়া পাড়ার বাসিন্দা দেবরাজ বর্মণ শিক্ষকতা করেন। ২০০৬ সাল থেকে বাম ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। পরে যুব সংগঠনে কাজ করেন তিনি। প্রার্থী দেবরাজ বর্মণ বলেন, নির্বাচন হল রাজনৈতিক লড়াই।কিন্তু সিএএ লাগু করে অনৈতিক ফায়দা তুলতে চাইছে গেরুয়া শিবির। সিএএ-র নাম করে এক শ্রেণীর মানুষকে বাদ দেওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থার বিরোধী। তাঁর আরও সংযোজন,তৃণমূল ও বিজেপি দু’দলের বিরুদ্ধেই তাদের লড়াই। সাধারণ ও খেটে খাওয়া মানুষদের স্বার্থে তাদের দল লাগাতার আন্দোলন চালিয়ে এসেছে। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *