Press "Enter" to skip to content

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শেষ শ্রদ্ধা জানাতে আসানসোলে পদযাত্রা সিপিআইএমের

আসানসোল : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজের বাসভবনে প্রয়াত হন। মৃত্যুকালে বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর।
তার মৃত্যুতে রাজ্যের অন্য জেলার সঙ্গে আসানসোলের সিপিআইএমের নেতা ও কর্মীরা শ্রদ্ধাঞ্জাপন করেন।

এদিন বিকেলে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সিপিআইএম আসানসোলের পক্ষ থেকে জিটি রোড গীর্জা মোড় থেকে ট্রাফিক মোড পর্যন্ত একটি মিছিল বার করা হয়। বামপন্থী নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করে শ্রদ্ধা জানান।

এই প্রসঙ্গে সিপিআইএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, ক্ষমতায় থাকার পরেও এক অনন্য নেতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি সর্বদা জনগণের কল্যাণে রাজনীতি করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন।

তিনি আরও বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য এখনও অভিভাবক হিসাবে আমাদের সাথে ছিলেন। তা উপলব্ধি করার জন্য বামপন্থীদের পক্ষে যথেষ্ট। কিন্তু আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরে, বামপন্থীরা অভিভাবকহীন হয়ে পড়লেন। যা কেবল দলকেই প্রভাবিত করবে না তা নয়, সমগ্র রাজ্যেও এর প্রভাব পড়বে।”

এদিনের র‌্যালিতে অন্যদের মধ্যে ছিলেন জয়দীপ চক্রবর্তী, সত্যজিৎ চট্টোপাধ্যায়, মনোজ দাস, মৈত্রী দাস, নিমাই খাঁ, অমিতদ্যুতি ঘোষ, সুবীর নিয়োগী।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *