অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: আন্তর্জাতিক ব্যবসায়ী এবং আসানসোল চেম্বার অফ কমার্সের আজীবন সদস্য ফিরোজ খান এফকে বলেন, আসানসোল চেম্বার অফ কমার্সের নির্বাচন আসানসোল আদালত অস্থায়ীভাবে স্থগিত করেছে।
ফিরোজ খান এফকে বলেন, “আমাদের সকলের উচিত আদালতের আদেশকে সম্মান করা এবং আদালতের আদেশ মান্য করা ।”
তবে একই সঙ্গে তিনি বলেন, “আসানসোল চেম্বারের সকল সদস্যদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং আসানসোল চেম্বার অফ কমার্সের মর্যাদা বজায় রাখতে হবে, কোনও সদস্য যেন অন্য কোনো সদস্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করেন।”

তাঁর কথায়, “যাই ঘটুক না কেন, চেম্বারের স্বার্থেই হওয়া উচিত। সাধারণ ব্যবসায়ীদের প্রতিটি সমস্যা সমাধানের জন্য সকলকে একত্রিত হতে হবে এবং আসানসোল শহরের উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদেরও পূর্ণ মনোযোগ দিতে হবে।”
ফিরোজ খান এফকে বলেন, আসানসোল চেম্বার অফ কমার্স একটি অনেক পুরানো বাণিজ্যিক প্রতিষ্ঠান।
তাই এটিকে রাজনীতি, দলাদলি ও পারস্পরিক উত্তেজনা দূরে রেখে শুধুমাত্র ব্যবসা ও ব্যবসায়ীদের স্বার্থে চিন্তা করা উচিত।



Be First to Comment