Press "Enter" to skip to content

বাসিন্দাদের বিক্ষোভের জের, নিজে দাঁড়িয়ে থেকে সাফাইয়ের কাজ করালেন কাউন্সিলর

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা,  জলপাইগুড়ি: বাসিন্দাদের বিক্ষোভের জের। অবশেষে টনক নড়ল পুর কর্তৃপক্ষের। নিজে দাঁড়িয়ে থেকে পুরকর্মীদের নিয়ে ওই এলাকায় সাফ-সাফাইয়ের কাজ করালেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডল। পুর কর্তৃপক্ষের পদক্ষেপে খুশি স্থানীয়রা। তবে নির্বাচন না মিটলে রাস্তার সংস্কার করা যাবে না।

বেহাল রাস্তা, বিকল পথবাতি, সাফাই না হওয়া নর্দমা সহ একাধিক ইস্যুতে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমেছিল সেনপাড়ার কবরখানার গলি এলাকায়। গত রবিবার শর্মিষ্ঠা সরকার, অর্চনা সাহা, জলি নন্দী-সহ এলাকার মহিলারা কাউন্সিলরের বাড়ি গিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। নিজের বাড়িতেই ‘অসন্তুষ্ট’ বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেন কাউন্সিলার তথা চেয়ারম্যান ইন কাউন্সিল। তাঁর আশ্বাসে চিঁড়ে ভিজলেও পরে সংবাদমাধ্যমের সামনে ফের বেহাল পরিষেবা নিয়ে সোচ্চার হয়েছিলেন বাসিন্দাদের একাংশ।

তবে এদিন পুরকর্মীদের কাজ করতে দেখে আপাত স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। এদিকে নর্দমা বা জঙ্গল সাফাইয়ের কাজ হলেও বেহাল রাস্তা নিয়ে আরও কিছুটা সময় ভুগতে হবে ওই এলাকার বাসিন্দাদের। স্বরূপ বলেন, নির্বাচনী বিধি লাগু থাকায় এই ওয়ার্ডের অনেক রাস্তার কাজ আটকে রয়েছে। ধাপে ধাপে এই ওয়ার্ডের বেহাল রাস্তাগুলোর সংস্কার করা হবে।

স্থানীয় কেশব রায় বলেন, “অনেক দিন পরে এই গলিতে কাজ হল। তবে রাস্তার সংস্কার কবে হবে জানিনা।”রূপক আচার্য্য বলেন, “আশা করছি এবার থেকে ঠিকঠাক পরিষেবা পাব।”রবিবারের ঘটনা নিয়ে একপ্রস্ত সমালোচনা করেছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা পুরসভায় কংগ্রেসি জমানার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত।

খবর প্রকাশিত হতেই ক্ষোভের ক্ষতে মলম লাগাতে তৎপরতা শুরু হয়। এদিন সকালে ওয়ার্ডের কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে কাজে তদারকি করেন। এর পাশাপাশি স্থানীয়দের সাথেও সংস্কারের কাজ নিয়ে কথাবার্তাও বলেন তিনি।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *