অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: আসানসোল পুরনিগমের মেয়র পরিষদের সদস্যা ইন্দ্রাণী মিশ্রর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেসের পক্ষ থেকে মেয়রের কাছে তদন্তের দাবি করলেন কংগ্রেস কর্মীরা।
অভিযোগ, প্রায় দু’মাস অতিক্রান্ত হয়ে গেলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি আসানসোল পুরনিগমের পক্ষ থেকে | তাই সঠিক তদন্তের দাবিতে মঙ্গলবার জেলাশাসকের সঙ্গে দেখা করলেন কংগ্রেস কর্মীরা।
কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি জানান, দু’মাস আগে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্রর দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি এবং তাঁকে মেয়র পরিষদের সদস্যপদ থেকে সরানোর দাবিতে মেয়র বিধান উপাধ্যায়কে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল, কিন্তু এতদিন অতিক্রান্ত হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ইন্দ্রাণী মিশ্রর বিরুদ্ধে স্কুলের ড্রেস, মিড ডে মিলের দুর্নীতির বিষয়ে অনেক অভিযোগ থাকলেও কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি, আজ জেলাশাসকের কাছে পুর্ণাঙ্গ তদন্তের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া না হলে তাঁরা আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে হুমকি দেন প্রসেনজিৎবাবু ।
Be First to Comment