শান্তনু দাস, পুরুলিয়া: জেলার হুড়া ব্লক অফিস চত্বরে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার (BCW) অর্থাৎ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের অফিস বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরের কাজের সুবিধার্থে হুড়া ব্লক অফিস চত্বরে বৃহস্পতিবার থেকে অফিস বিল্ডিংয়ের নির্মাণ কাজ জোর কদমে শুরু হল।
এ দিন আনুষ্ঠানিক ভাবে যে নির্মাণ কাজের সূচনা করলেন হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম। ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা আদিবাসী উন্নয়ন বিভাগের ১০ লক্ষ ৮৬ হাজার ৭৬৩ টাকা অর্থ বরাদ্দে এই অফিস বিল্ডিং নির্মাণ করা হচ্ছে।
হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম জানান, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরের কাজের সুবিধার্থে এই অফিস বিল্ডিং নির্মাণ করা হচ্ছে।
Be First to Comment