আসানসোল : বৃহস্পতিবার সকালে জাতীয় কংগ্রেসের আসানসোলের পক্ষ থেকে রাজ্যের নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি এবং আসানসোল দক্ষিণের সভাপতি সাহ আলম খানের নেতৃত্বে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখান।
রাজ্য নেতৃত্ব প্রসেনজিৎ পুইতুন্ডি জানান, “আসানসোল শহরে সকাল থেকে রেক চালু করার ফলে বড় বড় ট্রাক ছাই নিয়ে শহরের রাস্তা দিয়ে যাবার ফলে রাস্তা ভেঙে গেছে এবং স্কুলের পড়ুয়াদের স্কুলে যাতায়াতের অসুবিধা হচ্ছে অবিলম্বে সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত বড় বড় গাড়ী যাতায়াত বন্ধ করতে হবে। আসানসোল উৎসবের নামে লুটের উৎসবের চলছে এর হিসাব জনগণকে দিতে হবে, সরকারি পয়সার অপব্যবহার করে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ইস্কো, রেল, ইসিএলের পয়সা নিয়ে আসানসোল উৎসবের হিসাব জনগণকে দিতে হবে এবং এই তথাকথিত উৎসব বন্ধ করতে হবে এইসব দাবি নিয়ে জেলা শাসকের কাছে বিক্ষোভ দেখান হয়”।



Be First to Comment