দুর্গাপুর : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। রাজনৈতিক মহল ছাড়াও শিল্প বানিজ্য মহলেও দেশের আর্থিক সংস্কারের পথ প্রদর্শক মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
দেশের বিভিন্ন জায়গার সঙ্গে আসানসোল দুর্গাপুর খনি শিল্পাঞ্চলেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। দুর্গাপুর ইস্পাতনগরীর নেহরু ভবনে কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার রাতে মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুন রায়,আইএনটিইউসি নেতা অসীম ঘোষ,তুষার ঘোষ সহ কংগ্রেসের ছাত্র,যুব ও মহিলা সংগঠনের সদস্যরা।
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এখানেও। কংগ্রেস নেতা তরুন রায় তার বক্তব্যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, বর্তমানে আমাদের দেশ আর্থিক ক্ষেত্রে যে উন্নতি করেছে,তার জন্য মনমোহন সিংয়ের অবদান ভারতবাসী কখনই ভুলতে পারবে না। আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের শিল্প ও আর্থিক বিকাশের ক্ষেত্রেও ড.মনমোহন সিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

বর্তমানে মনমোহন সিংয়ের মতো একজন নম্র,শিক্ষিত ও নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে নিবেদিত প্রাণ নেতার বড়ই অভাব বলে মনে করেন তরুন রায়।




Be First to Comment