দুর্গাপুর: রাজ্যে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ও আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে শনিবার সারা রাজ্য জুড়ে থানাগুলোর সামনে কংগ্রেসের পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শুভঙ্কর সরকার এই কর্মসূচির ঘোষণা করেছিলেন।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কোক-ওভেন এবং নিউ টাউনশিপ থানার সামনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়ের উপস্থিতিতে এবং পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি’র উদ্যোগে জেলা সভাপতি সুভাষ সাহার নেতৃত্বে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ দিনের বিক্ষোভে অংশগ্রহণ করেন দুর্গাপুর ১ ও ২ নম্বর ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি অমল হালদার ও রবীন চট্টোপাধ্যায় (অ্যাডভোকেট), যুব কংগ্রেসের সভাপতি সাহেব বাউরি ও মৃগাঙ্গ মণ্ডল, যুব কংগ্রেসের সম্পাদক অনুপম সাঁই, জেলার যুব সম্পাদক রাজু ঘোষ, মহিলা কংগ্রেস নেত্রী দেবযানী দাস (অ্যাডভোকেট)-সহ অন্যা নেতৃবৃন্দ এবং জাতীয় কংগ্রেস কর্মীরা।
কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের কাছে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে।
Be First to Comment