আসানসোল : সোমবার আসানসোল পুরনিগমের গেটে আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের তিন দফা দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব প্রসেনজিৎ পুইতুন্ডি এবং সাহ আলম খানের নেতৃত্বে বিক্ষোভ দেখান এবং মেয়রের অনুপস্থিতিতে ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের কাছে স্মারকলিপি জমা দেন।
প্রসেনজিৎ পুইতুন্ডি জানান, গত ২০২১ সাল থেকে আসানসোল পৌরনিগমের সাফাই কর্মীরা তাদের নুন্যতম বেতন দৈনিক ৫০০ টাকা করার দাবি জানিয়ে আসলেও ২০২৪ সাল পর্যন্ত তাঁদের দৈনিক বেতন বৃদ্ধি করা হয়নি, সাফাইকর্মীদের পরিবার কোন কারণে অসুস্থ হয়ে গেলে তাদের পিএফ ও মেডিক্যাল সুবিধা দেওয়া হয় না । এবং ভারতীয় আইনে শ্রমিকদের সপ্তাহে একদিন সবেতন ছুটির উল্লেখ থাকলেও আসানসোল পুরনিগমের পক্ষ থেকে তাদের ছুটি দেওয়া হয় না।
এই তিনটি মূখ্য দাবি নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান এবং মেয়রের অনুপস্থিতিতে ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের কাছে স্মারকলিপি জমা দেন।




Be First to Comment