Press "Enter" to skip to content

তিন দফা দাবি নিয়ে রঘুনাথপুর পুরসভায় ডেপুটেশন কংগ্রেসের

প্রবোধ দাস, পুরুলিয়া: শুক্রবার রঘুনাথপুর টাউন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রঘুনাথপুর পুরসভার পুরপ্রধানকে একটি স্মারকলিপি প্রদান করেন জাতীয় কংগ্রেস নেতারা। এই দিন রঘুনাথপুর পুরসভার পুরপিতা তরুণী বাউরির হাতে এই স্মারকলিপিটি প্রদান করেন। এই স্মারকলিপিটি দেওয়া হয় রঘুনাথপুর পুরসভায়।

রঘুনাথপুর টাউন জাতীয় কংগ্রেসের সভাপতি তারকনাথ পরামানিক বলেন, “আমরা আজ একটি স্মারকলিপি প্রদান করলাম রঘুনাথপুর পুরসভার প্রধানের কাছে। তিন দফা দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন । যার মধ্যে প্রথমটি হল বার্ধক্য পেনশন নতুন করে দেওয়ার অবিলম্বে ব্যবস্থা করতে হবে। হাউস ফোর অল এর ঘরের টাকা অবিলম্বে প্রাপকদের দিতে হবে। এবং যেসব রাস্তার আর ড্রেন নেই সেইসব রাস্তার ড্রেনের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”

অপরদিকে রঘুনাথপুর পুরসভার পুরপিতা তরুণী বাউরী বলেন, “একটি স্মারকলিপি পেয়েছি। দাবিগুলো খতিয়ে দেখা হবে। যতদূর সম্ভব করার চেষ্টা করব। আমরা বার্ধক্যভাতার জন্য নতুন করে কোনো অনুমোদন না পাওয়ায় করতে পারিনি। অনুমোদন পেলেই যাদের নাম তালিকায় রয়েছে তারা পেয়ে যাবে। এ ছাড়া হাউস ফর অল-এর টাকা এখনো ঢোকেনি, টাকা এলেই প্রাপকরা টাকা পেয়ে যাবে। আর ড্রেনের ব্যবস্থা করার জন্য প্রক্রিয়া চলছে।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *