নমুনা সংগ্রহ। নিজস্ব ছবি
বিশেষ সংবাদদাতা, সালানপুর: দিন দুয়েক আগেই নিম্নমানের রাস্তা তৈরির কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকে। বুধবার সেই রাস্তার কাজ পরিদর্শনে ডব্লিউবিএসআরডি-এর পশ্চিম বর্ধমান জেলার ইঞ্জিনিয়াররা।
পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থে সালানপুর ব্লকের বোলকুন্ডা থেকে মাধাইচক হয়ে পাতাল পর্যন্ত একটি পিচ রাস্তা তৈরির করা হচ্ছে। আর এই রাস্তার কাজ সঠিক না হওয়া বা নিম্নমানের রাস্তার কাজ করা হচ্ছে অভিযোগ তুলে তা বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা। আর সেই খবরে প্রশাসনিক মহলে শোরগোল পড়ার পরে বুধবার সেই রাস্তার কাজ পরিদর্শনে আসেন ডব্লিউবিএসআরডি-এর পশ্চিম বর্ধমান জেলার ইঞ্জিনিয়াররা।
ইঞ্জিনিয়ারদের সঙ্গে ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র-সহ অন্যান্য অধিকারিকরা। এ দিন রাস্তার তৈরির অংশের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি যারা অভিযোগ তুলে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছিলেন, সেইসব স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন পরিদর্শনে আসা ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।
এই প্রসঙ্গে মহম্মদ আরমান বলেন, এ দিন ইঞ্জিনিয়াররা রাস্তার নমুনা সংগ্রহ করেছেন। তা ল্যাবে পরীক্ষা করে দেখা হবে। সেই রিপোর্টে যদি কোনো গোলমাল থাকে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ দিকে, এলাকার বাসিন্দাদের দাবি, রাস্তার কাজ যেন সঠিক ভাবে হয়। তা না হলে তারা আরও বড় আন্দোলন করবেন বলে এ দিন হুঁশিয়ারি দেন।
Be First to Comment