অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: চিকিৎসকের কোনো রকম পরামর্শ ছাড়ায় রোগীদের দেওয়া হচ্ছে চোখের ওষুধ। প্রশিক্ষণ ছাড়ায় মাধ্যমিক পাস ব্যক্তি ওষুধ দিচ্ছেন রোগীদের। শুধু তাই নয় নিম্নমানের ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে অতিরিক্ত মূল্যে। পরিবর্তে রোগীদের দেওয়া হচ্ছে না বিলের কোনো কাগজপত্র। এ ছাড়াও বেশিরভাগ দিনেই হাসপাতালে চিকিৎসক না থাকার কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে দূর-দুরান্ত থেকে আসা রোগীদের। এবার এমনই একাধিক অভিযোগ তুলে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের লালপুরে অবস্থিত রোটারি লালপুর চক্ষু হাসপাতালে বিক্ষোভ দেখলেন চক্ষু চিকিৎসা করাতে আসা পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের রোগী ও রোগীর পরিবারেরা।
শুক্রবার তাঁরা হাসপাতালে চিকিৎসককে না পেয়ে হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ দেখান। একইসঙ্গে চিকিৎসকের কোনো রকম পরামর্শ ছাড়ায় রোগীদের ওষুধ দেওয়ার অভিযোগ তুলে ও হাসপাতাল থেকে নেওয়া ঔষুধের বিলের কোনও কাগজপত্র না দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারেরা।
এ দিন রোটারি লালপুর চক্ষু হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে এসে বিক্ষোভকারী রোগীদের পাশে দাঁড়ান স্থানীয় এলাকার বিশিষ্ঠ সমাজসেবী বাসুদেব মণ্ডল। তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি স্বাস্থ্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন বাসুদেববাবু। একইসঙ্গে বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে হুড়া ব্লক এলাকার নাম বদনাম হওয়ায় তিনিও হাসপাতালের বিরুদ্ধে সোচ্চার হন। শুধু তাই নয় এই বিষয়ে স্থানীয় ভাগাবাঁধ গ্রামবাসীবৃন্দর স্বাক্ষর সম্মিলিত একটি লিখিত অভিযোগ হোয়াটসঅ্যাপ মারফত জানানো হয় পুরুলিয়া স্বাস্থ্য দফতর আধিকারিক ডা. অশোক বিশ্বাসকে।





Be First to Comment