চিত্তরঞ্জন: রেল শহর চিত্তরঞ্জনে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সরবরাহ নিয়ে সমস্যার জন্য রেল শহরের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
অবিলম্বে গোটা পরিস্থিতি ঠিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করে ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রেল শহরে বিক্ষোভ মিছিল করলো ন্যাশানাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয় ( এনএফআইআর) অনুমোদিত চিত্তরঞ্জন রেলওয়ে ম্যানস্ কংগ্রেস ও ইনটাক। মিছিল এসে শেষ হয় চিত্তরঞ্জন শহরের সেন্ট্রাল পাওয়ার হাউসে। এই পাওয়ার হাউস থেকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ও রেল শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
মিছিল শেষে দুই সংগঠনের তরফে একাধিক দাবি নিয়ে সেন্ট্রাল পাওয়ার হাউসের রেলওয়ে চীফ ইঞ্জিনিয়ারকে একটি ডেপুটেশন দেওয়া হয়।

এই বিষয়ে দুই সংগঠনের তরফে নেপাল চক্রবর্তী ও ইন্দ্রজিৎ সিং বলেন, সাম্প্রতিক কালে চিত্তরঞ্জন রেল শহরে দিনে গড়ে ৩/৪ ঘন্টা ধরে লোডশেডিং হচ্ছে। যা আগে হতোনা। এই কারণে পানীয়জলের সমস্যা ও সংকট তৈরি হয়েছে। বলতে গেলে রেল শহরের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই শহরে আগে বিদ্যুৎ সরবরাহ করার জন্য ডিভিসি থেকে হটলাইন ছিলো। তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দাবি, সেই লাইন আবারও চালু করতে হবে। তারা আরো বলেন, রেল শহরের বিভিন্ন রাস্তায় স্ট্রিট লাইট নেই। অনেক জায়গায় স্ট্রিট লাইট লাগানো রয়েছে। কিন্তু সেগুলো জ্বলেনা। এরফলে শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যের পরে অন্ধকার নেমে আসে। ঐসব এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমাদের দাবি, সব জায়গায় স্ট্রিট লাইট লাগানোর ব্যবস্থা করা হোক। এছাড়াও নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করা হোক।
দুই সংগঠনের দাবি সম্পর্কে চীফ ইঞ্জিনিয়ার আশ্বাস দিয়ে বলেন, সবকিছু গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




Be First to Comment