রূপনারায়ণপুর : পাশের জেলা পুরুলিয়া রঘুনাথপুর থেকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গোড্ডা পর্যন্ত ডাম্পারে করে নিয়ে যাওয়া হচ্ছে ছাইয়ের ডাস্ট বা ধুলো।
সেই ডাম্পার থেকে ডাস্ট নিয়ে যাওয়ার সময় রাস্তা উপরে উড়ে পড়ছে। সেই ডাস্টে রাস্তার আশেপাশের বাসিন্দা সাধারণ মানুষেরা অসুবিধায় পড়ছেন। একইসাথে সেই ডাস্ট হাওয়াতে মিশে সাধারণ মানুষদের শারীরিক অসুস্থতার কারণ হয়েও দাঁড়াচ্ছে।
এই সব কারনে রবিবার রূপনারায়ণপুর বিহার রোডে সাধারণ মানুষের ডাস্ট বোঝাই গাড়ি গুলোকে আটকে দেন। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ দেখান। জানা যায়, ছাই বোঝাই গাড়িগুলি রুপনারায়নপুরের এই রাস্তা দিয়ে যাওয়ার কথা নয়। কিন্তু বেআইনিভাবে এই রাস্তা দিয়ে ১০০ থেকে ১৫০টি ডাম্পার প্রতিদিন চলাচল করছে।

তাই এদিন রূপনারায়ানপুর বিহার রোডে রাস্তার আশেপাশে থাকা সাধারণ মানুষ থেকে দোকানদার সবাই মিলে একত্রিত হয়ে এই ডাম্পার গুলিকে আটকে দেন। তারা রাস্তা অবরোধ শুরু করেন।
এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। তারা বিক্ষোভ দেখানো সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এরপর পুলিশ গাড়িগুলিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।




Be First to Comment