অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, সুন্দরবন : ম্যানগ্ৰোভ গাছের সঙ্গে রং মাখামাখি করে দোল উৎসব পালন করল সুন্দরবনবাসী।
স্কুলের বিভিন্ন বয়সের পড়ুয়া এবং ম্যানগ্ৰোভের কাজে যুক্ত পরিবারের সদস্যরা মহা ধুমধাম করে দিনটি পালন করেছেন। রবিবার এই অভিনব রঙের উৎসব পালিত হয় সুন্দরবনের বাসন্তী থানার হরেকৃষ্ণপুর গ্ৰামে।
মানুষের সঙ্গে মানুষের নয়, মানুষের সঙ্গে ম্যানগ্ৰোভের রং-মিলান্তি উৎসব হবে সেই কথা আগেই মুখে মুখেই রটিয়ে দিয়ে ছিলেন পরিবেশ চিন্তাবিদ ও সমাজকর্মী রাজনারায়ণ মন্ডল। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বিভিন্ন বয়সের মানুষজন, গৃহবধূ, যুবতী, কিশোরী এবং কচিকাঁচারা রং-বেরঙের থালা হাতে জড়ো হয় বিদ্যানদীর পাড়ে।

রাজনারায়ণবাবুর উদ্যোগে ছাত্রছাত্রীরা ভরা কোটালের জোয়ারের জলে নেমে বিভিন্ন ম্যানগ্ৰোভকে নানান রঙে রাঙিয়ে তোলে। গাছের সঙ্গে কোলাকুলিও করে তারা দুষ্টুমিষ্টি মুচকি হাসিতে গাছকে যে কোনো উপায়ে রক্ষা করার প্রতিশ্রুতিবদ্ধ হয়। ঘটনাটি দেখতে আশপাশ গ্ৰামের অসংখ্য মানুষজন হাজির হয়েছিলেন বিদ্যানদীর পাড়ে।

অন্য দিকে, রবিবার জয়নগর-মজিলপুর পুরসভার রবীন্দ্র কানন উদ্যানে গাঙ্গেয় সুন্দরবন বার্তার পক্ষ থেকে বসন্ত আড্ডা নামে একটি সাংষ্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মালা দেওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানের সূচনা করেন জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মণ্ডল, গাঙ্গেয় সুন্দরবন বার্তার সম্পাদক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
দোলের রঙে নিজেদের রাঙিয়ে নেওয়ার পাশাপাশি নাচ, গান, আঁকার মধ্যে দিয়ে জমজমাট এই দোলের উৎসব। আগামী বছর আবার এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হবে বলে জানান গাঙ্গেয় সুন্দরবন বার্তার সম্পাদক।




Be First to Comment