দুর্গাপুর : ফরিদপুর-লাউদোহা থানার অন্তর্গত কালিপুর গ্রামে সিআইএসএফ দুটি মারুতি গাড়িকে আটক করে। অভিযোগ দুটি মারুতি গাড়িতে করে কয়লা পাচার করা হচ্ছিল। গাড়ি দুটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ।
মারুতি ভ্যানে করে অভিনব কায়দায় কয়লা পাচার । গোপন সূত্রে খবর পেয়ে সিআইএসএফ দুটি মারুতি গাড়িকে আটক করে। পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায় । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর এলাকার কোলিয়ারি থেকে কয়লা চুরি করে মারুতিতে চাপিয়ে রবিবার দুপুরে কালিপুর এলাকা হয়ে পাচারকারীরা যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ধাওয়া করে সিআইএসএফ।

সেই অবস্থায় বেগতিক বুঝে কয়লা বোঝাই মারুতি গাড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর-লাউদোহা থানার পুলিশ। দুটি কয়লা ভর্তি মারুতি ভ্যান বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকটন কয়লা ছিল দুটি মারুতি গাড়িতে।
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কটাক্ষ করে আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশের নাকের ডগা দিয়ে বেআইনিভাবে কয়লা পাচার কিভাবে হচ্ছে ? এতদিন ধরে পুলিশ কেন চুপ ছিল ? কোনও ব্যবস্থা নিতে পারেনি কেন পুলিশ ? চারিদিকে সিভিক ভলান্টিয়ার রয়েছে। তার পরেও কিভাবে এইসব বেআইনি কাজ চলছে।”




Be First to Comment