Press "Enter" to skip to content

কয়লা পাচার মামলা: আসানসোল সিবিআই আদালতে শুরু ট্রায়াল, সাক্ষ্য দান দুজনের

আসানসোল: আজ মঙ্গলবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় ট্রায়াল শুরু হতে চলেছে। আদালত সূত্রে জানা গেছে, সকাল এগারোটার পরে বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে ট্রায়াল শুরু হবে। প্রথম দিনের ট্রায়ালে দুজনের সাক্ষ্য দান করার কথা। তাঁরা হলেন ইসিএলের জিএম বা জেনারেল ম্যানেজারদের অনুমোদনকারী আধিকারিক বা স্যাংকশনিং অথরিটি। তাদেরকে ইতিমধ্যেই আদালত থেকে নোটিশ পাঠিয়ে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পরে, শেষ পর্যন্ত গত ১০ ডিসেম্বর আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হয়। তার আগে ২৫ নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ মতো এই মামলায় চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তই চার্জ গঠনের দিন সশরীরে আদালতে হাজির ছিলেন। কলকাতার জেলে থাকা বিকাশ মিশ্রকে ভার্চুয়াল পেশ করা হয়েছিল।

এছাড়াও আরো দুজন ভার্চুয়াল এদিনের শুনানিতে অংশ নেন। সেদিন সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়ে বলেছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের ২১ জানুয়ারি। সেদিন থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে। ঐদিন দুই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য সিবিআই আদালতে ডাকা হয়েছে।

কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে ৫০ জনের নাম আছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায়, চার্জশিটে পলাতক বা এ্যাবসকন্ড দেখানো হয়েছে। শুনানি চলাকালীন একজন মারা গেছেন। যে কারণে সিবিআইয়ের মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করার কথা।

ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে। এই ৪৮ জনের মধ্যে ব্যক্তিগত বা ইনডিভিজুয়াল তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই বিকাশ মিশ্র। বাকি দুজন হল অনুপ মাজি ওরফে লালা ও রত্নেশ্বর ভার্মা ওরফে রত্নেশ। এর পাশাপাশি আরো ২৩ জনের নামে একসঙ্গে, ১০ সরকারি কর্মী বা পাবলিক সারভেন্ট ও ১২ টি কোম্পানির নামে এই মামলায় চার্জ গঠনের কথা বলা হয়েছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *