আসানসোল : কয়লা পাচার মামলার অন্যতম অভিযুক্ত সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা কয়লা মাফিয়া জয়দেব মণ্ডলকে আসানসোলে গুলিকাণ্ড শনিবার গ্রেফতার করল রাজ্য পুলিশের সিআইডি। আসানসোলের কন্যাপুরের বাসিন্দা কয়লা মাফিয়া জয়দেবকে এদিন দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।
এদিন তাকে ১৪ দিনের রিমান্ডে চেয়ে আসানসোল আদালতে পেশ করে সিআইডি। তাঁর হয়ে এজলাসে থাকা আইনজীবী কল্যান পান্ডে জামিনের আবেদন করার পাশাপাশি সিআইডির হেফাজতে নেওয়ার বিরোধিতা করেন। শেষ পর্যন্ত সওয়াল-জবাব শেষে আদালতের বিচারক তার জামিন নাকচ করে চারদিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ অক্টোবর আসানসোল গুলি কান্ডের ঘটনা ঘটেছিল । সেদিন প্রকাশ্য দিবালোকে আসানসোল উত্তর থানার চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি হোটেলের সামনে ব্যবসায়ী দীনেশ গড়াইয়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা দুষ্কৃতীরা। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জয়দেব- সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছিলেন ব্যবসায়ী দীনেশ গড়াই।

প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি চালানোর ঘটনায় প্রথমে তদন্ত করেছিল আসানসোল উত্তর থানার পুলিশ। পরে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি এই ঘটনার তদন্ত করার দায়িত্ব পায়।



Be First to Comment