Press "Enter" to skip to content

পাঁচ বছরে ৩৬টি নতুন খনি তৈরি করবে কোল ইন্ডিয়া, জানাল কেন্দ্র

অনলাইন কোলফিল্ড টাইমস: আগামী পাঁচ বছরে ৩৬টি নতুন খনির প্রকল্প শুরু করার পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড (Coal India Ltd) । রাজ্যসভায় একটি লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কয়লা ও খনি মন্ত্রী জি কিসান রেড্ডি।

বুধবার মন্ত্রী জানিয়েছেন, সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানি লিমিটেড (SCCL) একই সময়ে সাতটি নতুন খনি এবং এনএলসি ইন্ডিয়া লিমিটেড (NLCIL) দুটি নতুন ব্লক চালু করার পরিকল্পনা করেছে।

কয়লামন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১৭৫টি কয়লা ব্লক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৬৫টি ব্লক খোলার অনুমতি পেয়েছে এবং বর্তমানে ৫৪টি ব্লক থেকে কয়লা উত্তোলন হচ্ছে।

২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মোট ৯৯৭.৮ মিলিয়ন টন (MT) কয়লা উৎপাদিত হয়েছে, যা ২০২২-২৩ অর্থবর্ষের ৮৯৩.১৯১ মিলিয়ন টন উৎপাদনের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশি।

তবে কয়লা খনি প্রকল্পগুলি চালু করতে বিস্তীর্ণ জমির প্রয়োজন হয়, যার মধ্যে অনেক সময় বনাঞ্চলও অন্তর্ভুক্ত থাকে। এর ফলে বাস্তুহারার সমস্যা এবং জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি পরিবেশের উপরও প্রভাব ফেলে।

মন্ত্রী জানান, এই পরিবেশগত প্রভাব কমানোর জন্য প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে বিস্তারিত পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) করা হয়। এর মাধ্যমে খনি শুরুর আগের এবং পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করা হয়।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *