জামুড়িয়া : ইসিএলের ডাম্পার থেকে রহস্যজনক ভাবে উধাও কয়লা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়ায় ইসিএলের মডার্ন সাতগ্রাম সাইডিং এলাকায়।
এই ঘটনায় ইসিএলের তরফে জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন এসএসআই খোলামুখ কয়লাখনি বা ওসিপির ম্যানেজার। ডাম্পার চালক রতিকান্ত জমাদারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার এই প্রসঙ্গে ইসিএলের জেকে নগর কোলিয়ারির এজেন্ট মনোজ কুমার বলেন, গত ৬ জুন শ্রীপুরের এসএসআই খোলামুখ খনি থেকে একটি কয়লা বোঝাই ডাম্পার মর্ডান সাতগ্রাম সাইডিং যাওয়ার উদ্দেশ্যে বের হয়। ওইদিন সকাল ৯:০৫ মিনিটে এসএসআই ওসিপি প্যাচ থেকে রওনা হয়ে সকাল ৯:৪৩ মিনিটে রানীসায়ের মোড়ে পৌঁছায়। এরপর গাড়িটি এমএস মডার্ন সাতগ্রাম সাইডিংয়ে পৌঁছায় ১০:৪৭ মিনিটে। কিন্তু এমএস সাইডিংয়ে গাড়ি থেকে কয়লা খালি করার সময় সেখানকার নিরাপত্তা রক্ষী ভোলানাথ মাজি দেখতে পান, কয়লার সঙ্গে পাথর মিশে রয়েছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষী গাড়ি থেকে কয়লা খালাস করা আটকান। তিনি তখনই আধিকারিকদের খবর দেন। খবর পেয়ে সবাই সাইডিংয়ে আসেন। এসএসআই ওসিপির আধিকারিকদের গোটা বিষয়টি জানায়। তাঁরা এসে গাড়ির কয়লা পরীক্ষা করেন। তারা নিশ্চিত হন যে, এগুলো পাথর। তাদের পাঠানো কয়লা নয়। চালককে আটক করা হয়।

আরো তদন্তে আরও জানা গেছে, গাড়ির জিপিএস সিস্টেমে কারচুপি করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, জিপিএস সিস্টেমে ইচ্ছাকৃতভাবে কারচুপি করে, গাড়ি থেকে কয়লা চুরি করা হয়েছে। বিষয়টি তদন্তের অনুরোধ জানিয়ে শ্রীপুর ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ইসিএলের তরফে গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।



Be First to Comment