প্রবোধ দাস, পুরুলিয়া: “কথা দিলাম তিলোত্তমা বিচার ছাড়া থামছি না। মা দুর্গারও এবার একই স্বর জাস্টিস ফর আরজিকর। ” এবার এমনই একাধিক স্লোগান তুলে কলকাতার আরজিকর হাসাপাতালের ঘটনায় ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরুলিয়া জেলাশাসক কার্যালয় ঘেরাও অভিযানে নামল পুরুলিয়া জেলা বিজেপি।
এ দিন অভিযানে নামতেই পুলিশ ও বিজেপির নেতা-কর্মীদের মধ্যে বাঁধলো ধস্তাধস্তি। বিজেপি ও পুলিশের ধস্তাধস্তির জেরে তুলকালাম ঘটনা ঘটলো পুরুলিয়া জেলা শাসক কার্যালয় চত্বরে।জানা যায়, এদিন এই কর্মসূচিতে বিজেপির মিছিল ব্যারিকেট দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিজেপির নেতা ও কর্মীরা।তারপরেই পুলিশ ও বিজেপির মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।
যদিও এদিনের এই কর্মসূচির মাঝেই অভিনব ভাবে ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেন বিজেপি নেতা ও কর্মীরা। যেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা।

অন্যদিকে পুরো ঘটনায় অবস্থার সামাল দিতে পুলিশ লাঠি চালায় বলে দাবি করে বিজেপি।পুলিশের যে লাঠির আঘাতে আহত হন এক বিজেপি কর্মী।




Be First to Comment