Press "Enter" to skip to content

চিত্তরঞ্জন রেল শহরের ৬০ ভাগ আবাসনের ছাদ চুঁইয়ে জল পড়ে ভিতরে, স্মারকলিপি শ্রমিক সংগঠনের

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা : চিত্তরঞ্জন রেল শহরের ৬০ ভাগ আবাসনেরই ছাদ চুঁইয়ে ভেতরে জল পড়ে ।
এর ফলে রেল কর্মীদের আসবাবপত্র-সহ বহু গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হয়ে যাচ্ছে ।

এমন অভিযোগ তুলে অবিলম্বে আবাসনের ছাদ মেরামত, শহরের সমস্ত এরিয়ার নর্দমা পরিষ্কার করা, ভেঙে পড়া নর্দমা নতুন করে তৈরি করা এবং যত্রতত্র বেড়ে ওঠা ঝোপ-জঙ্গল কাটার আবেদন জানিয়ে সিআরএমসি/এনএফআইআর সিএলডব্লু কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিলেন শ্রমিক সংগঠন।

এই শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং বলেন, একদিনের বৃষ্টিতেই আধুনিক এই শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। ‌আবাসনের ভিতরে জল ঢুকে বিড়ম্বনায় ফেলেছিল বহু রেলকর্মীর পরিবারকে। বিশেষ করে চারের পল্লীর ২০, ২১/এ, ২১/ বি এবং আটের পল্লী এলাকার বহু আবাসন জলমগ্ন হয়ে পড়েছিল।

এমনকী বৃষ্টি থামার পরেও বহুক্ষণ আবাসনের ভেতর থেকে জল বের হয়নি । তার কারণ শহরের নর্দমাগুলি নোংরা আবর্জনায় ভর্তি হয়ে যাওয়ায় জল নিকাশি পুরোপুরি বন্ধ। রেল কর্মী ও তার পরিবারের লোকজন এর ফলে মারাত্মক স্বাস্থ্য হানির আশঙ্কায় ভুগছেন।

এই অভিযোগ তুলে অবিলম্বে বিষয়গুলিতে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি। আজ ইউনিয়নের কর্মী আধিকারিকেরা রীতিমতো মিছিল করে রেল আধিকারিকের চেম্বারে পৌঁছে স্মারকলিপি তুলে দেন এবং বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *