অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: চিত্তরঞ্জনে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই কান্ডে ধৃত ৩। ধৃতদের মধ্যে মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী হল কার্ত্তিক ধীবর। এর বিরুদ্ধে একাধিক থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এদিকে চিত্তরঞ্জনে ছিনতাইয়ের ঘটনায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ১৯শে জানুয়ারি চিত্তরঞ্জন থেকে রূপনারায়ণপুরের বাড়ি ফেরার পথে নর্থ ইলেকট্রিক অফিসের পিছনের রাস্তায় ছিনতাইবাজদের কবলে পড়েন জয়দেব চৌধুরী নামে এক ব্যক্তি। তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার মোবাইল, নগদ টাকা এবং অ্যাক্টিভা স্কুটি গাড়িটি ছিনতাই করে দুষ্কৃতিরা পালিয়ে যায়। সেই ঘটনার দুদিনের মাথায় ২১শে জানুয়ারি চিত্তরঞ্জন সংলগ্ন কুশবেদিয়া থেকে রোহিত রামকে চিত্তরঞ্জন পুলিশ গ্রেফতার করে।
রোহিতকে আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেই ঘটনায় যুক্ত আরও দুজনের হদিস পায় চিত্তরঞ্জন থানার পুলিশ।

পুলিশের হাতে ধরা পড়ে তারাও। তারা হল কুশবেদিয়া ডাঙ্গালের কার্তিক ধীবর ও মিহিজাম থানা এলাকার হিল রোডের বাসিন্দা অভিজিৎ দাস ওরফে গোলু।ছিনতাইয়ে ব্যবহৃত মোটর সাইকেলটি (JH 21G/2006)কানগোই থেকে পুলিশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে জয়দেব চৌধুরীকে লুট করার জন্যই তারা মতলব এঁটেছিল।জয়দেব বাবুর মাথায় সেদিন যে আগ্নেয়াস্ত্র ঠেকানো হয়েছিল সেটি নকল প্লাস্টিকের খেলনা পিস্তল বলে পুলিশ জানতে পারে।পুলিশ জয়দেব বাবুর স্কুটি ও দুষ্কৃতিদের নকল পিস্তল উদ্ধার করে।




Be First to Comment