বারাবনি : বাড়িতে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল সাত বছরের এক শিশুর।
বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারাবনি থানার রঘুনাথচকের হন্যেপাড়ায়। মৃত শিশুর নাম সমীর কোড়া। জানা গেছে, বারাবনি থানার রঘুনাথচকের হন্যেপাড়ার বাসিন্দা রাজু কোড়ার বাড়িতে বিদ্যুতের তার খোলা ছিল । এদিন সকাল সাড়ে আটটা নাগাদ সেই তারের সংস্পর্শে চলে আসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয় রাজু কোড়ার ৭ বছরের ছেলে সমীর কোড়া। বাড়ির লোকেরা তা জানতে পেরে বিদ্যুৎ স্পৃষ্ট সমীরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা করে শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, অসাবধানতার কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।





Be First to Comment