Press "Enter" to skip to content

মহালয়াতেই আসানসোল ও দুর্গাপুরে ১৫টি পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আসানসোল ও দুর্গাপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার সন্ধ্যায় ভার্চুয়াল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরের ১৫ টি দুর্গাপূজোর উদ্বোধন করেন।

তার মধ্যে রয়েছে আসানসোল পুরনিগম এলাকার চারটি পুজো। এছাড়াও দূর্গাপুর পুরনিগমের তিনটি ও জেলার আটটি ব্লকের আটটি পুজো রয়েছে। এদিন উদ্বোধন হওয়া আসানসোলের ৪ টি পূজো হল কল্যাণপুর হাউজিং আদি পূজা, আপকার গার্ডেন, কোর্ট রোড এবং কল্যাণপুর কে সেক্টর।

আসানসোলের চারটি পুজো উদ্বোধনের অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম এস, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল ও প্রশান্ত শুক্লা, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ও পুজো কমিটির তরফে নরেশ আগরওয়াল, সুরজিৎ সিং মক্কর, সোমনাথ ঘোষ উপস্থিত ছিলেন।

একইভাবে দুর্গাপুরের পুজোর উদ্বোধনে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত প্রমুখেরা। দুর্গাপুরের চতুরঙ্গ পূজা কমিটি, ফুলঝোড় সার্বজনীন দুর্গাপূজা ও ডুমুরতলা দুর্গা পূজোর উদ্বোধন হলো ।

এছাড়া বারাবনি ব্লকের গান্ধীনগর পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *