কোলফিল্ড টাইমস: সালানপুর চিত্তরঞ্জনের বিস্তৃর্ণ এলাকায় কয়েক লক্ষ মানুষের বসবাস। আর প্রতিনিয়ত কেউ না কেউ বিভিন্ন রোগে আক্রান্ত। আর সঠিক চিকিৎসার জন্য সাধারণ মানুষকেও ছুটে যেতে হয় চেন্নাই বা ভেলোর অথবা ব্যাঙ্গালোর।
এবার গ্রামীণ এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে সালানপুর ব্লকের মধ্যে রূপনারায়ণপুর এলাকায় নতুন ভাবে পথ চলা শুরু করল চেন্নাইয়ের সিমস্ নাম চিকিৎসা সংস্থার তথ্য কেন্দ্র।রূপনারায়ণপুর চিত্তরঞ্জন রোডের গুরুদুয়ারার সন্নিকটে করা হয়েছে তাদের এই তথ্য কেন্দ্রটি। যেখানে চেন্নাইয়ের সিমস্ হাসপাতালের দক্ষ চিকিৎসকরা এসে রোগীদের চিকিৎসা করবেন। যে সকল চিকিৎসা এখানে করা সম্ভব হবে না সেই চিকিৎসা চেন্নাইয়ের সিমস্ হাসপাতালে গিয়ে করা হবে। যা অন্যান্য হাসপাতালের তুলনায় অনেকটাই কম খরচ ও কম সময়ে হবে বলে জানান এই সেন্টারের কর্ণধার।
সিমসের হাসপাতাল ম্যানেজমেন্ট এর তরফে অঙ্কন ধাড়া জানান, তাঁদের এই হাসপাতাল এলাকার মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্যে সর্বদা প্রস্তুত থাকবে। এই হাসপাতাল সিমস হাসপাতালের তথ্য কেন্দ্র তৈরি করেছে, যা এখানে দক্ষ চিকিৎসকরা পরিষেবা প্রদান করবে।

তাছাড়া কার্ডিওলজি সহ গাস্ট্রোলজি,নিউরোলজি, নেফ্রো এবং অর্থের বিশিষ্ট চিকিৎসকেরা এখানে বসবেন। এই চিকিৎসা কেন্দ্রে কর্ণধার বাসুদেব দত্ত ছাড়া এদিন উপস্থিত ছিলেন হেমন্ত দত্ত, সিমস হাসপাতাল ম্যানেজমেন্টের রবিন পল,সহ অন্যান্য ব্যক্তি বর্গ।



Be First to Comment