উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি : সম্প্রীতির মেলবন্ধন এ বার উঠে এল সুন্দরবনের রায়দিঘির বকুলতলা এলাকার দুটি ধর্মীয় উৎসবের মধ্যে দিয়ে। মুসলিম ধর্মপ্রাণ মানুষের ঈদ উৎসব ও হিন্দু ধর্মের মানুষের চৈত্র শেষের সন্ন্যাসী বা ঝাঁপের উৎসব। এ বছর একই দিনে পালিত হচ্ছে।
দুটি ধর্মের মানুষ একযোগে নিষ্ঠার সঙ্গে এই দুই উৎসবে সামিল হলেন বৃহস্পতিবার। আর এখানে উঠে এল বহু বছর পর সম্প্রতির মেলবন্ধন। মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দীঘির দিঘির পাড় পঞ্চায়েতের বকুলতলা সকেরহাট ময়দান জুড়ে এ দিন দেখা গেল মুসলিম ধর্ম প্রাণ এবং হিন্দু ভাইদের ভিড় ,তাঁরা সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছে গিয়েছে বকুলতলার সকেরহাট এলাকায়!
কাঁসর, ঘন্টা একদিকে বাজছে, চলছে প্রাত্যহিক পুজোর আয়োজন। মুসলিমরা ঈদের দিনে পড়েছেন নমাজ। এই এক অপূর্ব মেলবন্ধন। কয়েকটি মন্তব্য এবং একটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে দীর্ঘ ৮ বছরের সমস্যার সমাধান করে গ্রামের হিন্দু-মুসলিমেরা আবার এক হয়ে নতুন করে প্রমাণ করল আমরা এক। হিন্দু-মুসলিম একই বৃন্তের দুটি কুসুম।

এ দিন এই ঝাঁপ উৎসবে বহু মানুষ অংশ নেন। আর পুরো মাঠ জুড়ে হাতে হাত মিলিয়ে এই উৎসব দেখতে সামিল হয়েছিল দুই ধর্মের বহু মানুষ।




Be First to Comment