Press "Enter" to skip to content

কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা, বারুইপুরে ভোটের প্রচার সারলেন এসইউসিআই -এর কেন্দ্রীয় কমিটির সদস্য শংকর ঘোষ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বৃহস্পতিবার ভোটের প্রচার শেষ আর তার আগে বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই (কম্যুনিস্ট) প্রার্থী কল্পনা নস্কর দত্তের সমর্থনে বারুইপুর রেল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়ে গেল।

এ দিনের সভার প্রধান বক্তা ছিলেন এসইউসিআই (কম্যুনিস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অল ইণ্ডিয়া কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সর্বভারতীয় সম্পাদক শংকর ঘোষ। তিনি এদিন জনসভায় বলেন,নরেন্দ্র মোদীর মতন এত নিম্ন মানের ব্যক্তি ভারতবর্ষে কোনো দিন প্রধানমন্ত্রী হননি। প্রতি বছরে ২ কোটি চাকরি দেওয়ার মত ডাহা মিথ্যা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। কর্পোরেট মালিকদের সন্তুষ্ট করার জন্য সরকারি প্রতিষ্ঠান গুলি তাদের কাছে বিক্রি করে দিচ্ছেন। ব্যাপম কেলেঙ্কারির মতন ২০ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারিতে যুক্ত বিজেপি সরকার। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে রাম মন্দির তৈরি করে যখন তিনি দেখছেন, ভোটের বাজারে সুবিধা হয়নি তখন তিনি নিজেই নিজেকে ভগবানের প্রেরিত দূত হিসাবে ঘোষণা করেছেন।নিয়োগ দুর্নীতি, পঞ্চায়েত দুর্নীতি সমেত নানা দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত তৃণমূল সরকারকে তীব্র সমালোচনা করে তিনি এও বলেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মতই সরকার পোষিত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে।

গরমের অজুহাতে দীর্ঘদিন ছুটির পরেও আবার স্কুলের ছুটি ১০ জুন পর্যন্ত বৃদ্ধি করার বিরোধিতা করেন তিনি। তাই গণ আন্দোলনের কন্ঠস্বরকে সংসদে তুলে ধরার স্বার্থে এস ইউ সি আই(সি) প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।বহু মানুষ এদিন এই সভায় অংশ নেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *